টিপ্পনী

 

 

খবর:(মুজিবনগর বাগোয়ান হাইস্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে ব্যালট ছিনতাই)

 

একটা ভোটের জন্য কেন

তোমরা ব্যালট কাটো,

পান থেকে চুন খসলে কেন

অসৎ পথে হাঁটো,

 

কেন কেন ব্যালট চুরি

করছো কিসের আশায়,

লজ্জা লাগে ভাবলে এসব

বলছি না তা ভাষায়।

 

ব্যালট কাটার স্বভাব ছাড়ো

ভোট মানে কি কাটা,

বলে কি আর হবে ও সব

তোমরা তো কান কাটা।

-আহাদ আলী মোল্লা