মাথাভাঙ্গা মনিটর: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হজ ও ওমরা এজেন্সির পরামর্শে শিশু ওষাটোর্ধ্ব ব্যক্তিদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।মক্কাচেম্বার অফ কমার্সের হজ ও ওমরা কমিটির প্রেসিডেন্ট সাদ আল কুরাইশিহজ-ওমরাসংক্রান্ত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যারা ফ্লু জাতীয় রোগের টিকাগ্রহণ করেনি এমন সব ব্যক্তিদের এবার হজের ভিসা দেয়া হবে না।আরেকসাক্ষাৎকারে সৌদি আরবের বর্তমান অস্থায়ী স্বাস্থ্যমন্ত্রী আদেল ফকিহজানিয়েছেন, শিশু ও ৬৫ বছর বয়সোর্ধ্ব হজ যাত্রীদের মার্স ভাইরাসে আক্রান্তহওয়ার প্রবণতা বেশি থাকায় অবস্থার প্রশমন না হওয়া পর্যন্ত এ কঠোরতা বলবৎথাকবে।এদিকে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম (মার্স) ভাইরাসে সৌদিআরবের জেদ্দা শহরে আরো তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়। মৃত তিনজনের মধ্যে একজন পুরুষ, দুজন নারী। এ নিয়ে মৃতেরসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়েরপ্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় আরো তিনজন মার্স ভাইরাসেআক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৪শ।এতেমিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম সংক্ষেপে মার্স ভাইরাসে সৌদি আরবের স্থানীয়নাগরিকদের মাঝে বিরাজ করছে চাপা আতঙ্ক। আতঙ্কে আছে বাংলাদেশি প্রবাসীরাও।মার্স ভাইরাসের ভয়াবহতায় আতঙ্কিত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ও।
সৌদিতে হজ-ওমরায় ষাটোর্ধ্বদের ভিসা দেয়া বন্ধ
