দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলা নবনির্বাচিত আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে শুভেচ্ছা প্রদান করেছেন দামুড়হুদা উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী। গতকাল সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপি ও এর অঙ্গসগঠনসমূহের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- রফিকুল হাসান তনু,মোকাররম হোসেন,আব্দুর রহমান মালিতা, আব্দুল ওয়াহেদ, জামাল উদ্দিন, আবু সাইদ বিশ্বাস, আব্দুল মতিন, কবীর হোসেন, তারিখ হাসান,হাসিবুল,মন্টু মিয়া,আরিফুল ইসলাম, আনসার আলী,একরামুল মেম্বার,আজাদ,মিল্টন,এজাজুল,রুহুল আমীন,হীরন,আ. কাদের,সেলিম,ভুট্টো প্রমুখ।