আলমডাঙ্গা হারদীর সফিকে কুপিয়ে খুন : গুরুতর আহত ৫
আলমডাঙ্গা ব্যুরো: শরিকানা জমি নিজ নামে লিখে নেয়ার ঘটনা কাল হয়ে দাঁড়ালো আলমডাঙ্গার হারদী গ্রামের সফি উদ্দীনের জীবনে। গতকাল সোমবার রাতে তার ভাগ্নেরা তাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করে। এ ঘটনায় আরো কয়েকজনকে আহত অবস্থায় হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী থানাপাড়ার হারেজ উদ্দীনের ছেলে সফি উদ্দীন ওরফে সুফি (৩৮) বাপের শরিকানা জমি নিজ নামে লিখে নেন। এ নিয়ে বোনের ছেলেদের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। প্রায় গোলযোগ হতো। এরই এক পর্যায়ে গতকাল রাত সাড়ে ৮টার দিকে তার ২ ভাগ্নে হারদী গ্রামের জীবনের ছেলে সোনা ও মিনারুলের নেতৃত্বে ৭/৮ জন সফির বাড়িতে হামলা চালায়। তারা সফিকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সফিকে প্রথমে হারদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছুনোর আগেই রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত সফির ভাই রবিউল মাস্টার গতরাতে দৈনিক মাথাভাঙ্গায় মোবাইলফোনে জানান, ভাগ্নে সোনা ও মিনারুল ৭/৮ জনকে সাথে নিয়ে আকস্মিক হামলা চালায়। তারা সফির ঘর বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। তিনি আরো জানান হামলাকারীরা সফির ভাবী বাচেনা খাতুন, ফরিদা খাতুন, ভাই আজিবর রহমান, মজিবর রহমান ও গ্রামের কলিম উদ্দীনের ছেলে আতিয়ার রহমানকেও মেরে রক্তাক্ত জখম করে। তাদেরকে হাড়দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।