স্টাফ রিপোর্টার: দু বছরের সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গা পিরোজখালী গ্রামের আব্দুল গনিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১২টার দিকে গ্রামেরই মাঠ থেকে তাকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলা সদরের পিরোজখালী গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আব্দুল গনি। সে পারিবারিক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি। গনি দীর্ঘদিন পালাতক ছিলো। গতকাল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এএসআই মুহিত গোপন সংবাদের ভিত্তিতে পিরোজখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।