গাংনীতে ভারতীয় জিরাসহ একজনআটক

 

গাংনী প্রতিনিধি: ১২০ কেজি ভারতীয় জিরাসহ জহুরুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা৩টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকা থেকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে তাকে আটক করেন। জহুরুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের সাইদুল মোল্লার ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মেহেরপুর জেলা সদরের ভারতীয় সীমান্ত থেকে জিরা নিয়ে নিজ এলাকার উদ্দেশে রওনা দেয় জহুরুল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।