চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সমন্বয়সভা উপজেলা লোকমোর্চার সচিবালয়ে (রিসো সভাকক্ষে) অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেলেসদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পল্লি উন্নয়ন সংস্থা পাসের নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের পিতা বিশারত আলী মণ্ডল ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লাইলার একমাত্র ভাই জিয়াউর রহমান জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ ও মরহুমদ্বয়ের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। সভায় চুয়াডাঙ্গার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে পৌরমেয়রের কাছে দাবিনামা পেশ, সদর উপজেলা লোকমোর্চার কমিটি পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের এলআরপি কামরুজ্জামান যুদ্ধ, জেলা লোকমোর্চার সচিবালয়ের সচিব শাহানাজ পারভীন শান্তি, মোমিনপুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান, সদর উপজেলা লোকমোর্চার সহসভাপতি জাফরুল হক,শাহানা ইউসুফ কেয়া, সাধারণ সম্পাদক পারভীন লাইলা, সদস্য মমতাজ বেগম, অ্যাড.রবিউল হক, অ্যাড.আহসান আলী, আলফাজউদ্দিন, আশরাফ বিশ্বাস মিল্টু, মীর রাহাতুল্লাহ, মফিজুর রহমান, মাবুদ সরকার, নাসির জোয়ার্দ্দার ও কামরুজ্জামান সজলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।