দৌলতপুরে ফেনসিডিলসহ মাইক্রোবাস আটক

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা এলাকা থেকে ৪শ বোতল ফেনসিডিল ও চালকসহ একটি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।দৌলতপুর থানা পুলিশ জানায়, গতকালসোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শ্যামপুর পুলিশ ক্যাম্পের টহল পুলিশ আদাবাড়িয়া ইউনিয়নের মধুগাড়ি এলাকায় টহল দিচ্ছিলো। এসময় মাইক্রোবাসটি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। ডাংমড়কা এলাকায় পুলিশ মাইক্রোবাস ধরে ফেললে মাইক্রোবাসে থাকা ফেনসিডিল ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় মাইক্রোবাসে থাকা ৪শ বোতল ফেনসিডিল ও চালক কাবিলসহ মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো গ-১২-৬৭১৩) আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।