দর্শনায় যুবদল নেতা নাহারুল গ্রেফতার

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে যুবদল নেতা নাহারুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে। নাহারুলকে কোনো কারণ ছাড়াই গ্রেফতারের দাবি তুলেছে দলের পক্ষ থেকে। পুলিশ করেছে দুরকমের মন্তব্য। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম মাস্টার দর্শনা পুরাতন বাজার রেলগেট এলাকায় দলের নেতাকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন। এ সময় দর্শনা আইসি পুলিশ গ্রেফতার করে নাহারুলকে। এ ঘটনায় দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গোবিন্দপুরে ডাকাতি ও বোমা বিস্ফোরণ মামলায় নাহারুলকে গ্রেফতার করা হয়েছে। দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেছেন, পারকৃষ্ণপুর বিএনপির দুপক্ষের মারামারি ঘটনা মামলায় গ্রেফতার করা হয়েছে যুবদল নেতা নাহারুল ইসলামকে। পুলিশের পক্ষ থেকে দুরকমের মন্তব্যে পরিষ্কার হয়নি নাহারুল গ্রেফতারের কারণ। এদিকে দলের নেতাকর্মীরা বলেছেন, পুলিশ কোনো অভিযোগ ছাড়াই নাহারুলকে গ্রেফতার করেছে।