জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছেন।রাজাপুর বিওপি হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় জওয়ান নিয়ে রাজাপুর মাঠে অভিযান চালিয়ে চোরাচালানকৃত ভারতীয় এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বিওপি বিজিবি কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় জওয়ান নিয়ে রাজাপুর মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি পরিত্যক্ত অবস্থায় ৩শ বোতল ফেনসিডিল ও ৬ কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করেন।