মাথাভাঙ্গা মনিটর: বিমানে ৬০ শিশু অসুস্থ হয়ে পড়ায় গতকাল লন্ডনেরহিথ্রো বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। বিমানটি রানওয়েতে অবতরণ করারসাথে সাথে তার চারপাশে এসে জড়ো হয় আটটি অ্যাম্বুলেন্স। এগুলোতে অসুস্থশিশুদের নিয়ে উচ্চঃস্বরে সাইরেন বাজিয়ে ছুটে চলে হাসপাতালের পথে। লন্ডনঅ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করেছে যে, ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছেঅসুস্থদের। তাছাড়া বিমানে থাকা অবস্থায় তারা বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হলেবিমানেই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিমানটি হিথ্রোর মাটি স্পর্শকরা মাত্র সেখানে অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয়। হাজির হয় ইমার্জেন্সি সঙ্কেতদেয়া একটি মোটরসাইকেল। পশ্চিম লন্ডনের হিলিংটন হাসপাতালে ভর্তি করা হয়১১টি শিশুকে। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অসুস্থ ওই শিশুরা দক্ষিণ আফ্রিকাররাজধানী কেপটাউনে কনসার্টে পারফরম করে দেশে ফিরছিলো। দুবাই থেকে তাদেরবহনকারী বিমানটি হিথ্রোর উদ্দেশে উড্ডয়নের পর শিশুরা অসুস্থ হয়ে পড়ে। কিকারণে এমনটা হয়েছে তা কেউ বলতে পারছে না। তাদেরকে বহন করছিলো এমিরেটসএয়ারলাইন্সের এয়ারবাস এ-৩৮০।