বেলগাছি গেটের অদূরে মারামারি : দুভাইকে পিটিয়ে জখম

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়ার দু ভাই শুকুর আলী ও সুরুজ আলী বেলগাছির মুনতাজ, আলমাস ও সাইফুলসহ কয়েকজনের সাথে বিরোধে জড়িয়ে মারপিটের শিকার হয়েছে। গতরাত ৯টার দিকে বেলগাছি গেটের অদূরে দু ভাইকে পিটিয়ে জখম করা হয়।

শান্তিপাড়ার শুকুর আলী ও সুরুজ আলীকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এ সময় অভিযোগ করে তারা বলেছে, মুনতাজসহ তার লোকজন ছিনতাই করছিলো। আমাদের নিকট থেকে মালামাল হাতিয়ে নিতে গেলে বাধা দিলে মারপিট করে। স্থানীয় একসূত্র বলেছে, সুরুজের নিকট মুনতাজ গাঁজা চেয়ে না পেয়ে ক্ষুব্ধ হয়ে মারপিট করে। সুরুজের বড় ভাই এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়। হাসপাতালে নেয়া হলেও পরে ওরা বাড়ি ফেরে বলে জানা যায়।