চুয়াডাঙ্গায় প্রস্তুতকৃত মঞ্চ মধ্যরাতে উচ্ছেদ করলো পুলিশ
স্টাফ রিপোর্টার: সম্প্রতি অপ্রতিরোধ্য হয়ে ওঠা অপহরণ ওগুম-খুনের প্রতিবাদে দেশব্যাপিআজ গণঅনশন করছে বিএনপি। এ কর্মসূচির মাধ্যমেসরকারবিরোধী আন্দোলনে বৃহত্তর ঐক্যের পটভূমি রচনা করতে চায় দলটি।কেন্দ্রীয়ভাবে আজ কর্মসূচিটি পালিত হবে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে।বিএনপি চেয়ারপারসনবিরোধী জোট নেতা খালেদা জিয়া এ কর্মসূচিতে সংহতিপ্রকাশ করবেন। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএনপি শহীদ হাসান চত্বরে গণঅনশন কর্মসূচি পালনের লক্ষ্যে গতকাল সন্ধ্যার পর মঞ্চ নির্মাণ করে। মধ্যরাতে পুলিশ তা উচ্ছেদ করে। পুলিশের তরফে বলা হয়েছে, অনুমতি না নিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্নসৃষ্টি হবে আশঙ্কায় অস্থায়ী মঞ্চ প্যান্ডেল উচ্ছেদ করা হয়েছে। মঞ্চ ভাঙার বিষয়ে গতরাতে চুয়াডাঙ্গা বিএনপি অবশ্য কোনো প্রতিক্রিয়া জানায়নি।
গুম-খুনের ঘটনায় সরকারকে দায়ী করে রিজভী আহমেদ বলেন, ৫জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর সরকার ক্ষমতায় এসে গণবিধ্বংসী কর্মসূচিহাতে নিয়েছে। প্রতিদিনই মানুষ গুম-খুন হচ্ছে। চারদিকে শুধু লাশ আর লাশ।রাজনীতিবিদদের পাশাপাশি সাধারণ মানুষ এসব ঘটনার শিকার হচ্ছেন। এসব ঘটনায়সাধারণ মানুষ চরম আতঙ্কিত। রিজভী আহমেদ বলেন, গুম-খুনের সাথে সরকারেরঅনুগত আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ-ছাত্রলীগ জড়িত। সরকারি বাহিনী জড়িত থাকায়স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলছেন। কোথাও কোনো জবাবদিহিতা নেই।প্রধানমন্ত্রীর যেন মাথাব্যথা নেই।