স্টাফ রিপোর্টার: দৌলাতদিয়াড়ের শিশু ধর্ষণ মামলার আসামি আবু হোসেনকে গ্রেফতার করছে না পুলিশ। এ মর্মে অভিযোগ তুলে আইনগত সহায়তা চেয়ে ধর্ষণ মামলার বাদী মানবতা সংস্থায় আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, ধর্ষণ মামলার আসামি আবু হোসেন প্রকাশ্যে ঘুরলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না।
মানবতা সংস্থা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মোহাম্মদ মণ্ডলের ছেলে আবু হোসেন গত ৩০ এপ্রিল সকাল ৯টার দিকে একই গ্রামের এক দরিদ্র দিনমজুরের স্কুলপড়ুয়া কন্যাকে ফুঁসলে রতনের আমবাগানে নিয়ে যায়। কোরিয়াপাড়ার অদূরবর্তী আমবাগানে নিয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার স্কুলছাত্রী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে। মামলার আসামি প্রকাশ্যে ঘুরলেও তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ উত্থাপন করা হয়।
মামলার বাদী আইনগত সহযোগিতা চেয়ে মানবতা সংস্থার নির্বাহী পরিচালক বরাবর এক আবেদনপত্র জমা দিয়েছে। গতকাল এ আবেদনপত্র গ্রহণ করেন মানবতার নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। উপস্থিত ছিলেন মনিরা আফরোজ, হাফিজ উদ্দীন হাবলু,অ্যাড. জিল্লুর রহমান জালাল প্রমুখ। আবেদনে আইনগত সহযোগিতা চেয়ে আসামিকে অবিলম্বে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে।