ক্রীড়াপ্রতিবেদক: চুয়াডাঙ্গায় দ্বিতীয় আ. রশিদ সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাত ৯টায় চুয়াডাঙ্গা রেলবাজার আলিয়া মাদরাসা চত্বরে সার্চ লাইটের আলোয় ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। ফাইনালে চুয়াডাঙ্গা রেলপাড়া এফসিবি দল ২-০ গোলে এফজেডএল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে চ্যাম্পিয়ন দলের পক্ষে গোল করেন আ. মালেক ও রুবেল। ফাইনাল খেলা শেষে ঠিকাদার সিরাজুল ইসলাম আসমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শেখ গোলাম মোস্তফা মাস্তার এবং বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নইম হাসান জোয়ার্দ্দার এবং দৈনিক মাথাভাঙ্গার ক্রীড়াপ্রতিবেদক সাংবাদিক সমিতির ক্রীড়া সম্পাদক ইসলাম রকিব। এছাড়া উপস্থিত ছিলেন- মনোয়ার হোসেন জোয়ার্দ্দার, শেখ আরিফ হাসান, টিপু সুলতান,মাসুদুর রহমান মাসুম প্রমুখ। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন বিপুল শরীফ, সুস্তির, রুবেল, মিশু,খাইরুল, রিমন, আব্দুল মালেক ও তৌফিক এবং রানারআপ দলের পক্ষে অংশগ্রহণ করেন আশিক, শাহীন, মানিক, সালাউদ্দীন, রাসেল, মাসুদ, সেলিম ও আশরাফুল। খেলায় ম্যান অবদ্যা ফাইনাল হন আ. মালেক ও ম্যান অবদ্যা সিরিজ হন রুবেল। ফাইনাল খেলাটি পরিচালনা করেন সোহেল মাস্তার।