ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিশেষ অভিযানে ৯ জামায়াত কর্মীসহ ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকালবুধবার ভোরে জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, নাশকতা মোকাবেলায় জেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে শৈলকুপায় ৭ জন, হরিণাকুণ্ডুতে ৪ জন, কালীগঞ্জে ৬ জন, মহেশপুরে ৬ জন, কোটচাঁদপুরে ৩ জন ও সদর উপজেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাঙচুরের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।