জীবননগর রায়পুরে মতবিনিময়সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন

 

 

বাল্যবিয়ে ইভটিজিং দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত বাল্যবিয়ে, ইভটিজিং ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, বাল্যবিয়ের কারণে একটি মেয়ের শিক্ষার ভবিষ্যৎ নষ্ট হয় এবং অল্প বয়সে সন্তান প্রসবকালে মৃত্যুর কোলে ঢলে পরতে হয়। মেয়েদের বাল্যবিয়ে দেয়া ও ইভটিজিং করা বড় ধরনের অপরাধ। এধরনের অপরাধ বন্ধ করতে হলে সমাজের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করে প্রতিবাদ গড়ে তুলতে হবে। এ কাজে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।

রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান শাহ্, নিধিকুণ্ডু-বাড়ান্দি দাখিল মাদরাসার সুপার মাও. হাফিজুর রহমান, রায়পুর ইউপি সদস্য আব্দুর শুকুর ও সাজ্জাদ হোসেন বিশ্বাস। সভায় রায়পুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।