স্টাফ রিপোর্টার: আজ পয়লা মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরাসংগ্রামের ইতিহাস সৃষ্টির দিন। বিশ্বের মেহনতি মানুষের সাথে আন্তর্জাতিকসংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় দিন।
১২৮ বছর আগে ১৮৮৬ সালেরপয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ‘হে’মার্কেটে শ্রমের উপযুক্ত মূল্যএবং দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আহ্বান করে শ্রমিকরা। এতে প্রায় ৩লাখ মেহনতি মানুষ অংশ নেয়। একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের রুখতে মিছিলেএলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। দাবি আদায়ের জন্য সেদিন শ্রমিকদের বুকের তাজারক্তে রঞ্জিত হয়েছিলো শিকাগোর রাজপথ। আন্দোলনে অংশ নেয়ার অপরাধে ফাঁসিতেঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয় ৬ শ্রমিককে। কারাগারে বন্দীদশায় এক শ্রমিক নেতাআত্মহননও করেন।
শ্রমিকদের এ আত্মত্যাগ ও রক্তস্নাত ঘটনার মধ্যদিয়েদৈনিক কাজের সময় ৮ ঘণ্টা প্রতিষ্ঠার সংগ্রামের ঐতিহাসিক বিজয় হয়।শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়েই সেদিন মালিকরা স্বীকার করে নিয়েছিলেনশ্রমিকরাও মানুষ। তারা যন্ত্র নয়, তাদেরও বিশ্রাম ও বিনোদনের প্রয়োজনরয়েছে। ওই আন্দোলনের ৩ বছর পর ১৮৮৯ সালে প্যারিসে আন্তর্জাতিক শ্রমিকসম্মেলনে দিবসটিকে মে দিবসহিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকেবিশ্বব্যাপি দিনটি মহান মে দিবসহিসেবে পালিত হচ্ছে।
দিবসটিউপলক্ষে সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করাহয়েছে। আজ সরকারি ছুটির দিন। সংবাদপত্র অফিসও বন্ধ থাকবে। মে দিবসেরতাত্পর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র, নিবন্ধ ও সম্পাদকীয়প্রকাশ করেছে। বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে বিশেষ অনুষ্ঠানমালাপ্রচার হচ্ছে।