মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাটলেটটিকো মাদ্রিদ। গতরাত পৌনে ১টায় শুরু হওয়া খেলার ১ম আর্ধের ৩৬ মিনিটের মাথায় গোল করে চেলসিকে এগিয়ে নিয়ে যান স্প্যানিস তারকা টোরেজ। এরপর ৪৪ মিনিটের মাথায় অ্যাটলেটটিকোর আদরিয়ানো লোপেজ খেলায় সমতা আনেন। দ্বিতীয় আর্ধে আবারো দুটি গোল করে অ্যাটলেটটিকো। ফলে ৩-১ গোলেই হার মানতে হয় চেলসিকে। ফাইনালে অ্যাটলেটটিকো মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।