সরকারিভাবে কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতি মহাসম্মেলন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের পরিদর্শন

 

কুড়ুলগাছি প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী কার্পাডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সরকারিভাবে নজরুল মহাসম্মেলন উদযাপন উপলক্ষে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করলেন জেলা প্রসাশক মো. দেলোয়ার হুসাইন।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক মো. দেলোয়ার হোসাইন কার্পাসডাঙ্গার (খ্রিস্টান-পল্লী) নিশ্চিন্তপুর নামক স্থানে মহিম সরকারের আটচালাতে দীর্ঘ দু মাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বপরিবারে অবস্থান করে গিয়েছিলেন এবং যে সকল স্থান থেকে গান, কবিতা, উপন্যাস রচনা করে গেছেন সেই স্মৃতি বিজড়িত স্থানগুলো পায়ে হেটে আন্তরিকতার সাথে পরিদর্শন করেন। কার্পাসডাঙ্গায় সরকারিভাবে নজরুল স্মৃতি মহাসম্মেলন উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক স্থানীয়দের সাথে মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন। এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান, স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল গবেষক অধ্যক্ষ হাজি আ. গফুর, কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি রবিউল হোসেন সুকলাল, সাধারণ সম্পাদক শরীফ সাথী, সাংবাদিক আজিমুদ্দিন, মেহেদী হাসান কচি, মজিদ, রতন, হাসমত, মধু, সামাদ, রফিক, শরীফ সাথী, শাহীন, নাজমুল প্রমুখ।