মাথাভাঙ্গা অনলাইন : যান্ত্রিক ত্রুটিজনিত কারণে নরসিংদীর রায়পুরায় জরুরি অবতরণে বাধ্য হয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত রায় জানান, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে রায়পুরা রেলস্টেশন সংলগ্ন নূরপুর গ্রামের একটি মাঠে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে খবর পেয়ে বিমান বাহিনীর প্রকৌশলী দল বহনকারী আর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বর্তমানে প্রকৌশলীরা ইঞ্জিনের ত্রুটি সারানোর কাজ করছেন।