মে দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিসভা

 

মেহেরপুর অফিস: মহান মে দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, এনডিসি আমিনুল ইসলাম, সহকারী কমিশনার সাবরিনা শারমিন, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি ফারুক হোসেন, ব্র্যাক মেহেরপুরের প্রতিনিধি মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর আল মামুন, মেহেরপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক ও টাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।