স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রদীপন বিদ্যাপীঠে ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবকসহ সভাপতি পদে একেএম সালাউদ্দিন মিঠু ও সদস্য পদে বিপুল আশরাফসহ ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিসাইডিং অফিসার আবদুল মতিন ২৮ এপ্রিল স্বাক্ষরিত এক আদেশে প্রদীপন বিদ্যাপীঠের অভিভাবকদের নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে একেএম সালাউদ্দিন মিঠু, সদস্য পদে সোহেল আকরাম, আতিয়ার রহমান, হাফিজুর রহমান, বিপুল আশরাফ ও কামরুজ্জামান চাঁদ। এর আগে ২০-২২ এপ্রিল মনোনয়নপত্র সংগ্রহ জমা দেয়ার দিন ধার্য করা হয়। নিধারিত সময়ে ৬ প্রাথী তাদের মনোনয়নপত্র জমা দেন। পরে যাছাই-বাছাই শেষে প্রিসাইডিং অফিসার চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করেন।
এদিকে নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন জানিয়েছেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র প্রদীপন বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সহসভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।