স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করেছে। গতপরশু রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার এদের আদালতে সোপর্দ করা হয়। আরো একজনকে গ্রেফতার করা হলেও রিকল থাকায় তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত খোদা বকসের ছেলে ইকতিয়ার, খোকনের ছেলে অপু, তালতলা কুঠিপাড়ার আব্দুল জলিলের ছেলে বিল্লাল, গাড়াবাড়িয়ার মৃত সদর আলীর ছেলে জিল্লুর রহমান, হানুরবাড়াদি বসতিপাড়ার মৃত বাকের আলীর ছেলে খাইরুল, বহালগাছির খাকছার আলীর ছেলে হায়দার আলী ও দোস্ত গ্রামের মৃত জামাত আলীর ছেলে কুদ্দুস।গ্রেফতার অভিযানে নেতৃত্বে ছিলেন সদর থানার এসআই ফকির আতিকুল ইসলাম ও এএসআই মুহিত।