দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাংলা নববর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলায় দেউলী ডি ডি ক্লাব ৯ উইকেটে জয়ী হয়েছে। গতসোমবার দামুড়হুদা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় দেউলী ডি ডি ক্লাব ও লোকনাথপুর বুম বুম একাদশ মুখোমুখি হয়। টসে জিতে বুম বুম একাদশ ব্যাট করতে নেমে ১৫ ওভার ১ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। ৯২ রানের জয়ের লক্ষে খেলতে নেমে মাত্র ৬ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।