স্টাফ রিপোর্টার: ১৩ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণসহ ৩টি প্রকল্প বাস্তবায়নে মালয়েশিয়ারসাথে বাংলাদেশ সরকারের সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল মঙ্গলবার গৃহায়ন ওগণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কেন্দ্রে এ সমঝোতা স্মারক সই হয়।গৃহায়নও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং মন্ত্রীর মর্যাদাসম্পন্ন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত দাতো সেরি উটামা এস. সামিভেল্লু নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।সমঝোতাস্মারক সই অনুষ্ঠানে জানানো হয়, উত্তরা ১৮ নম্বর সেক্টরে ১২ হাজার এবংকামরাঙ্গীরচরে ১০ হাজার ফ্যাটের বহুতল ভবন, শান্তিনগর থেকে ঝিলমিল প্রকল্পপর্যন্ত ১৩ কিলোমিটার ফ্লাইওভার এবং কামরাঙ্গীরচরে বহুতল ভবন নির্মাণ করাহবে।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, উত্তরা আবাসিক এলাকার তৃতীয় ফেজে ১৮ নম্বর সেক্টরে মোট ১৮ হাজার ফ্ল্যাটনির্মাণ করা হচ্ছে। এরমধ্যে বি ও সি ব্লকে ১২ হাজার ফ্ল্যাট মালয়েশিয়াসরকার তৈরি করবে। এ ছাড়াও শান্তিনগর থেকে বুড়িগঙ্গা নদীর অপর পারের ঝিলমিলআবাসিক এলাকা পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার নির্মাণ করা হবে।মন্ত্রীআরও বলেন, কামরাঙ্গীর চরের বাসিন্দাদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাএবং আবাসন সমস্যার সাধানে এখানে বহুতল ভবন নির্মাণ করে স্থানীয় বাসিন্দাদেরদেওয়া হবে। দুদেশের সরকারের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এসব স্থাপনানির্মাণ করা হবে।কাজের গুণগত মানের ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও স্থাপনা নির্মাণের দায়িত্ব তাদের দেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।