দামুড়হুদায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় তৈরি কীটনাশকসহ প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল আটক করেছে।

বিজিবি জানায়, গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে মুন্সিপুর ক্যাম্পের কমান্ডার নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ জাহাজপোতা সীমান্তের ৯৪ নম্বর মেন পিলারের কাছে ৬/৭ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ছয়টি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে এ সমস্ত মালামাল উদ্ধার হয়।