দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন রামকৃঞ্চপুর ইউনিয়নের চল্লিশপাড়া এলাকা থেকে রিপন ওরফে শাকিল (১৫) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওই যুবককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সে চল্লিশপাড়া গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। এবং সেখানে নিজেদের কৃষিক্ষেত দেখাশোনা করছিলো।
বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে রিপন সীমান্তের ১৫৭/১ এস সীমানা পিলার সংলগ্ন কৃষি জমি দেখাশোনার সময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার বাউশমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির ৩২ ব্যাটালিয়নের চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার খালেক জানান, রিপনকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে পত্র দেয়া হয়েছে।