জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার রাজাপুর, ধোপাখালী, মেদিনীপুর বিজিবি অভিযান চালিয়ে মদ, ফেনসিডিল, টিভির কার্বন ফ্লিম রেজিস্টার, সিটিগোল্ডের গয়না উদ্ধার করেছে। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজাপুর বিওপি কামন্ডার হাবিলদার তোতা মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মানিকপুর মাঠে অভিযান চালিয়ে ২৭১ বোতল ভারতীয় মদ এবং ২৬০ বোতল ফেনিসিডিল ও শিংনগর মাঠে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার কবির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মেদিনীপুর মাঠে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় টিভি কার্বন রেজিস্টার আটক করেন এবং গতকাল রোববার ধোপাখালী বিওপি বিজিবি হাবিলদার আ. ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ধোপাখালী বাঁশবাগান নামক স্থানে অভিযান চালিয়ে ৮০ হাজার ৭৩০ টাকা মূল্যমানের ভারতীয় সিটি গোল্ডের গয়না উদ্ধার করেন।