স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গার বিজিবি-৬ ব্যাটালিয়নের সদস্যরা একটি ট্রাক তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানের পণ্য ট্রাকসহ জব্দ করেছেন। কুষ্টিয়া জেলার বটতৈল বাজার থেকে গতকাল শনিবার ভোরে এসব পণ্য আটক করা হয়। বিজিবির দাবি আটককৃত পণ্যের মূল্য ছয় কোটি আট লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
বিজিবি-৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, সাতক্ষীরা থেকে ট্রাকযোগে (যশোর-ট-১১-২৪৪৪) এসব পণ্য ঢাকায় নেয়া হচ্ছিলো। গোপন খবরে তা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪হাজার ১৬৭টি শাড়ি, ৬৩১টি থ্রি পিচ ও ২৮ হাজার ১২৬মিটার থান কাপড়। জব্দকৃত পণ্য কুষ্টিয়া কাস্টমসে জমা দেয়া হবে বলে জানানো হয়।