দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ার আমজাদ হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা গ্রহণ করায় সহকারী আইনজীবি জয়রামপুর চৌধুরীপাড়ার দাইদ মূহুরিকে প্রতিপক্ষরা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্তে দাইদ মূহুরি প্রতিপক্ষের ৪ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল রাতে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার মাদকব্যবসায়ী আমজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহত আমজাদের ছেলে একই গ্রামের ৫জনকে আসামি করে দামুড়হুদা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই হত্যা মামলার এজেহার নামিয় দুআসামি আলমগীর ও কাজলকে থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপার্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক উভয়কেই জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আসামিদের পরিবারের লোকজন আইনি সহায়তা পেতে আইনজীবি নিয়োগ করার জন্য প্রতিবেশী সহকারি আইনজীবি দাউদ আলী গাজীর স্মরণাপন্ন হন। বিষয়টি জানেত পেরে প্রতিপক্ষ আমজাদের স্ত্রী সুফিয়া, ছেলে (মামলার বাদি) শরীফুল, সুফয়ার বোন চম্পা ও বোনের স্বামী সালাউদ্দিন গতকাল শনিবার বিকেলে ওই সহকারী আইনজীবির বাড়ির সামনে গিয়ে ওই মামলা সহায়তা করলে তাকে বাড়ি থেকে বের হতে দেবোনা এবং কোর্টেও যেতে দিবোনা বলে অশ্রীল ভাষায় গালিগালাজ করে। তারপরও যদি মামলায় সহায়তা করে তবে ওই সহকারী আইজীবিকে মেরে হাত-পা ভেঙে গুড়ো করে দেয়ার হুমকি দেয়। বিষয়টির ভবিষ্যত চিন্তা মাথায় রেখে সহকারী আইজীবি গতকাল দামুড়হুদা থানায় ওই ৪ জনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডাইরি করেন।