স্টাফ রিপোর্টার: যে যেখানেই থাকি, আমরা যারা চুয়াডাঙ্গার সন্তান, তাদেরকে চুয়াডাঙ্গার উন্নয়নের কথা ভাবতে হবে। চুয়াডাঙ্গার উন্নয়ন ঘটিয়ে স্থাপন করতে হবে দৃষ্টান্ত।
চুয়াডাঙ্গা পৌরসভা আয়োজিত শিরিন নাঈম পুনম এমপিকে সংবর্ধনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করে চুয়াডাঙ্গার উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াসে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সংবর্ধিত অতিথি জাতীয় সংসদের ৩০৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম চুয়াডাঙ্গার উন্নয়নে সর্বাত্মক চেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, চুয়াডাঙ্গাবাসী আমাকে যেভাবে সম্মানিত করেছে, যেভাবে আন্তরিকতা দেখিয়েছে তা মনে রেখে যখন যেখানেই থাকি না কেন, সুযোগ ও সাধ্যমতো চুয়াডাঙ্গার উন্নয়নে আন্তরিকতায় কমতি থাকবে না। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী মহিলালীগ নেত্রী কোহিনুর বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, পরিচালক শাহারীন মালিক ও জেলা আওয়ামী লীগ, মাহিলা লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ পৌর পরিষদের কাউন্সিলরগণ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে পৌরবাসীর পক্ষে ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও জেলা বাংলাদেশ মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষেও প্রদান করা হয় ক্রেস্ট। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে ফুল দিয়ে অভিনন্দিত করা হয়। আজ দুপুরে সার্কিট হাউজে চুয়াডাঙ্গার সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মধ্যভোজে মিলিত হবেন শিরিন নাঈম পুনম।
শিরিন নাঈম পুনম এমপি গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিলের ফেরীঘাট সড়কস্থ বাসভবনে উপস্থিত হন। খুস্তার জামিলের বৃদ্ধ মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়ার পাশাপাশি শিরিন নাঈম পুনম এমপি দোয়া নেন। এ সময় শিরিন নাঈম পুনমের একমাত্র মেয়েসহ সফরসঙ্গীদের অনেকেই উপস্থিত ছিলেন।
সংসদ শিরিন নাঈম পুনম চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার মরহুম আকতার হোসেন জোয়ার্দ্দার মেয়ে। তিনি গত ২৪ এপ্রিল চুয়াডাঙ্গা সফর শুরু করেছেন। ৪ দিনের সফরের আজ শেষ দিন। গতকাল তাকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার আওয়ামী লীগের পক্ষেও সংবর্ধনা প্রদান করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, চুয়াডাঙ্গার কৃতীসন্তান শিরিন নাঈম পুনম বাংলাদেশে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গায় আগমনে গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে সংবর্ধনা দিয়াহয়। আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে বিশাল এক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বেলা ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজে শিরিন নাঈম পুনম এমপিকে ফুলেল সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খুস্তার জামিল, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার দে,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ দেব শর্মা, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হান্নান, খাসকররা ইউনিয়ন আ.লীগেরসাধারণ সম্পাদক বিল্লাল গনি, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খালু ঘোষ, খবির, সাহাবুল, মনোয়ার, ময়নাল, লাল্টু, লালু, মোসারেফ, সাঈদ মেম্বার, যুবলীগ নেতা আরজান আলী, মাসুম হোসেন টাইগার, জাইদুল, ফিরোজ মণ্ডল, সিলন, সিমুল, জাহিদুল, আকুল রহমত, আরিফুল, তহিদ, মুকুলসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।