স্টাফ রিপোটার:আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের গাংনী গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিটন পারিবারিক প্রতিহিংসার শিকার হয়ে পথে পথে ঘুরছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, গাংনী গ্রামের ইলিয়াছ মালিতার বড় ছেলে লিটন দির্ঘদিন মালয়েশিয়ায় থাকার পর সম্প্রতি দেশে এসে তার প্রাপ্য অধিকার বুঝে নিতে গেলে পিতা-মাতা ভাইদের সাথে মতপার্থক্যের সৃষ্টি হয়। এনিয়ে দীর্ঘ কয়েক মাস পারিবারিক কোন্দল চলে আসছিলো। গত কয়েকদিন আগে ইলিয়াছ মালিতা ১৬ কাঠা জমি কিনে মেজ ছেলে মালয়েশিয়া প্রবাসী ও ছোট ছেলে রাজনের নামে লিখে দেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে লিটনের পিতা ইলিয়াছ মালিতা ও ছেলে রাজন মিলে লিটনের স্ত্রী কয়রাডাঙ্গা গ্রামের মাজদারের মেয়ে শিল্পী খাতুনকে পিটিয়ে মারাত্মক আহত করে। গ্রামবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি করে এবং বাড়ি থেকে বের করে দেয়। গতকাল প্রতিবেশীরা লিটনকে জানান, তার বাড়ির রান্নাঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। লিটন জানান,ওই সুযোগে আমার ছোট ভাই রাজন ডয়ারের তালা ভেঙে নগদ ৪৫ হাজার টাকা ও চেন-চিকসহ আমার স্ত্রীর গয়না লুট করেছে। এ বিষয়ে লিটনের পিতা জানান, আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি ও রান্নাঘর ভেঙে দিয়েছিলাম ঠিকই কিন্তু আমার ছোট ছেলে রাজনের নামে যে টাকা ও গয়না চুরির আপবাদ দিচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছিলো বলে জানাগেছে।