স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দামুড়হুদার কুতুবপুর মুন্সিপুর সীমান্তের ওপারে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী তাপস পাল হাত নেড়ে বললেন, আমি তাপস, ভোটে দাঁড়িয়েছি। আমার জন্য আর্শিবাদ করুন। কথা শুনে কেউ কেউ খালের পানিতে নেমে এগিয়ে গেলেন নায়ক তাপস পালকে দেখতে। তাপস পাল অবশ্য সীমান্তে খুব বেশি সময় ছিলেন না। কোলকাতার সিনেমা জগতের চিত্রতারকা তাপস পালন এবার তৃর্ণমূলের লোকসভা প্রার্থী হয়ে ভোট চাইতে চাইতে একেবারে বাংলাদেশ সীমান্তে এসে আর্শিবাদ চেয়ে খানেকটা চমই সৃষ্টি করেন।
এদিকে জানা গেছে, ভারতেরলোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ১১টি রাজ্যে ১১৭ আসনে গতকাল বৃহস্পতিবারভোটগ্রহণ হয়েছে। বেশিরভাগ রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবেআসামে ভোটের দিনে একজন পুলিশ নিহত হয়েছেন বলে জানা গেছে। লোকসভা ভোটউত্সবের ষষ্ঠ পর্বে গতকাল সবচে বেশি সাড়া ছিলো পশ্চিমবঙ্গে। এ রাজ্যে প্রায়৮০ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো। ৭৭ শতাংশের কাছাকাছি ভোটার উপস্থিতি নিয়েএর পরের অবস্থানে ছিলো আসাম। তামিল নাড়ুতে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৭৩শতাংশ। তবে অনেক প্রচারণা সত্ত্বেও এবারো মুম্বাই ছিলো নিষ্প্রভ, মাত্র ৫৩শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবার। অন্যান্যপ্রদেশগুলোতে ৬০ শতাংশের কাছাকাছি ভোট পড়ে। তবে পশ্চিমবঙ্গে কিছু আসনেবুথে বোমাবাজি এবং সংঘর্ষের খবর পাওয়া যায়।ষষ্ঠ পর্বে প্রায় ১৮কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন ২০৭৬ জন প্রার্থীর। প্রধানমন্ত্রীমনমোহন সিং এবং তার স্ত্রী আসামের গৌহাঠিতে ভোট দেন। গতকাল পশ্চিমবঙ্গের৬টি আসনের ১৪টি, বিহারের ৪০টি, ছত্তিশগড়ের ১১ টি, ঝাড়খণ্ডের ১৪টি, উত্তরপ্রদেশের ৮০টি, মধ্য প্রদেশের ২৯টি, রাজস্থানের ২৫টি, মহারাষ্ট্রের ৪৮টি, তামিলনাডুর ৩৯টি, জম্মু-কাশ্মীরের ৬টি এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিরএকটি আসনে ভোটগ্রহণ হয়। ভাগ্য পরীক্ষার তালিকায় আছেন বেশ কিছু হেভিওয়েটপ্রার্থীও। এদের মধ্যে রয়েছেন বিজেপির সুষমা স্বরাজ, সমাজবাদী দলের মুলায়মসিং যাদব, কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সালমান খুরশিদ, কংগ্রেসেরমোহাম্মদ আজহারউদ্দিন ও হেমা মালিনী।গত ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গেপ্রথম পর্বে অনুষ্ঠিত হয় চারটি আসনে নির্বাচন। আসনগুলো হলো দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার। গতকাল নির্বাচন হয়, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এ ছয়টি আসনে।সব আসনেই তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির প্রার্থীরয়েছেন।মোট প্রার্থী ৭৮ জন।ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ওতাঁর স্ত্রী লোকসভা নির্বাচনে গৌহাটি আসনে দিসপুর সরকারি উচ্চমাধ্যমিকবিদ্যালয় ভোট কেন্দ্রে তাদের ভোট প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমে কথাবলার সময় মনমোহন এ নির্বাচনে ভোট দিতে দেশের সকল নাগরিকের প্রতি আহবানজানান। কংগ্রেস ক্ষমতা হারাচ্ছে এমন কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, আগামী ১৬ মেযখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তখন সবকিছু পরিস্কার হয়ে যাবে। তিনিআশা প্রকাশ করে বলেন, এ নির্বাচনেও কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে। তিনিবলেন, মোদী ঝড় কেবলমাত্র মিডিয়ার সৃষ্টি। উল্লেখ্য, নয় পর্বের লোকসভানির্বাচনের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১২ মে। ১৬ মে ভোট গণনা ও ফলপ্রকাশ করা হবে।