স্টাফ রিপোর্টার: সিলেটের জিন্দাবাজারে নেহার মার্কেটের তিন সোনার দোকানে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পথে গুলি ও ককটেল ছুড়েছে ডাকাতরা। এ ঘটনায় মার্কেটের নিরাপত্তারক্ষী বাসার মিয়া (৫০) নিহত এবং দুজন ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ী সেলিম ও রঞ্জিতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালসূত্র জানিয়েছে, নিরাপত্তারক্ষী বাসার মিয়া হাসপাতালে আনার পর মারা যান। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে জিন্দাবাজার সড়ক অবরোধ করে রাখেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। পরে ব্যবসায়ীরা জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।