দৌলৎগঞ্জ বাজার কমিটির নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

 

 

জীবননগর ব্যুরো: দৌলৎগঞ্জ বাজার কমিটির নির্বাচনে গতকাল বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। দৌলৎগঞ্জ বাজার কমিটির নির্বচানে দায়িত্বরত সহকারী রির্টানিং অফিসার উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলামের দফতর হতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। সভাপতি পদে এম আর বাবু (উড়োজাহাজ), কাজি সাইফুজ্জামান বাবলা (বাস) ও আব্দুর রশিদ পেয়েছেন (মোটরসাইকেল) প্রতীক। সাধারণ সম্পাদক পদে আলমাস উদ্দিন ডাবলু (আনারুস), মোসাবুল হক লিটন (আম) ও জাকির হোসেন লিটন পেয়েছেন (বাইসাইকেল) প্রতীক। এছাড়াও এদিন সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

 

Leave a comment