পুলিশের ধাওয়া খেয়ে ভুট্টাভর্তি ট্রাক উল্টে বিপত্তি : ফেনসিডিলসহ ভুট্টাবোঝাই ট্রাক আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় পুলিশের ধাওয়া খেয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ভুট্টাবোঝাই ট্রাক তল্লাশি করে ৬৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে দামুড়হুদা থানা পুলিশ। ফেনসিডিলসহ ভুট্টাবোঝাই ট্রাক আটক করলেও পালিয়ে যায় ট্রাকচালকসহ ট্রাকে থাকা চোরাচালানিরা। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার ডুগডুগি পশুহাটের সন্নিকট থেকে দামুড়হুদা থানা পুলিশ ভুট্টাবোঝাই ট্রাকটি আটক করে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার এএসআই কাজী শামসুল আলম বাদী হয়ে ৩ জনের নামে মামলা দায়ের করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে দামুড়হুদা মডেল থানার ওসি সিকদার মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযানে বের হয়। রাত দেড়টার দিকে গোপন সংবাদ আসে দর্শনা থেকে ফেনসিডিল বোঝাই একটি ট্রাক চুয়াডাঙ্গা অভিমুখে রওনা হয়েছে এ সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলার লোকনাথপুর ফিলিং স্টেশনের কাছে ওত পেতে থাকে। কিছুক্ষণ পরই দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা একটি ট্রাকের গতিরোধ করার চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পিকআপ নিয়ে পিছু ধাওয়া করে। ট্রাকচালক দ্রুতগতিতে আসতে গিয়ে উপজেলার দর্শনা-দামুড়হুদা মহাসড়কের ডুগডুগি পশুহাটের সন্নিকটে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৮-১০২) উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছুনোর আগেই পালিয়ে যায় ট্রাক চালকসহ ট্রাকে থাকা চোরাচালানিরা। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকের কাছে পৌঁছে ভুট্টাভর্তি ট্রাকে তল্লাশি চালায় এবং ৬৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে ট্রাকে থাকা কাগজপত্র পেয়ে থানা পুলিশ ট্রাক চালকের নাম পরিচয় জানার পর চালক আকন্দবাড়িয়ার মিজানুর রহমানের ছেলে শফিয়ার রহমান ওরফে শামীম (২৮), দর্শনা হাজিপাড়ার মৃত মতলেব মণ্ডলের ছেলে জাহাঙ্গীর (৩২) ও হাসাদহের ইমরুল হোসেনের ছেলে নাইমকে (২৮) আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ডুগডুগি পশু হাট এলাকাস্থ কমিউনিটি ক্লিনিকের সামনে দর্শনা থেকে চুয়াডাঙ্গা অভিমুখে ছেড়ে আসা একটি ভুট্টা বোঝাই ট্রাক থামানোর সঙ্কেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুতগতিতে ট্রাক চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশও পিকআপ নিয়ে পিছু ধাওয়া করে। ট্রাকচালক দ্রুতগতিতে আসতে গিয়ে উপজেলার দর্শনা-দামুড়হুদা মহাসড়কের ডুগডুগি পশুহাটের সন্নিকটে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে ট্রাকটি উল্টে যায়। এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।

Leave a comment