জীবননগরে আইনশৃঙ্খলা ওচোরাচালান প্রতিরোধ কমিটির সভা

 

 

জীবননগর ব্যুরো: জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, থানা অফিসার ইনচার্জ এসএম ইকবাল আহমেদ, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, আলিয়া মাদরাসা অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক, গয়েশপুর বিজিবি সুবেদার আবুল হোসেন, নতুনপাড়া বিজিবি নায়েক সুবেদার মোসলেম উদ্দিন, উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম প্রমুখ।

Leave a comment