দলীয় প্রত্যয়ন প্রদানে অস্বীকার : মেহেরপুরে ছাত্রলীগ ও যুবলীগের সংবাদ সম্মেলন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন ও মেহেরপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেছেন, জামায়াত-বিএনপি নেতাকর্মীদের জামিনে দলীয় প্রত্যয়ন দেয়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। প্রত্যয়নে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বারিকুল ইসলাম লিজন ও তৌহিদুল ইসলাম অভিন্ন ভাষায় বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও গত ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপি যে নৈবাজ্য সৃষ্টি করেছিলো তার বিরুদ্ধে মেহেরপুর জেলা ছাত্রলীগ ও শহর যুবলীগ অত্যান্ত সাহসী ভূমিকা পালন করেছে। জামায়াত-বিএনপির বিরুদ্ধে তাদের সংগ্রাম চলমান। সততা, মননশীলতা ও পরিশ্রমের মাধ্যমে রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তারা আত্মনিয়োগ করেছেন। একটি প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত সংবাদে তাদের রাজনৈতিক সুনামের প্রতি দৃষ্টিকটু করা হয়েছে। ওই সংবাদের প্রতিবাদ জানান তারা।

উল্লেখ্য, মঙ্গলবার দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘মেহেরপুরে দলীয় প্রত্যয়ন, জামিন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে বলা হয় বারিকুল ইসলাম লিজন ও তৌহিদুল ইসলাম দলীয় প্রত্যয়ন দিয়েছেন যা আদালতের জামিন আদেশে উল্লেখ রয়েছে। লিজন যাকে প্রত্যয়ন দিয়েছেন তার দলীয় পরিচয় জানা না গেলেও তৌহিদুল যাকে প্রত্যয়ন দিয়েছেন তিনি জামায়াত সমর্থক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান রুবেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেলসহ ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু নেতৃবৃন্দ।

Leave a comment