সড়ক দুর্ঘটনায় আলমডাঙ্গা আ.লীগের দুনেতাগুরুতর আহত :ঢাকায় স্থানান্তর

 

 

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে সদর উপজেলার বোয়ালমারী গ্রামে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের দুনেতা গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় একটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা অভিমুখে যাবার সময় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন।

খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু ও আলমডাঙ্গা বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও স্বজনেরা।

আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন (৫০) ও আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (৪৮)। আহতদেরকে গুরুতর অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয়সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ওই দু নেতা রাজনৈতিক কাজ শেষে আলমডাঙ্গায় বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মসজিদের কাছে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলম হোসেন ও সিরাজুল ইসলাম গুরুতর আহত হন। সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.আতাউর রহমান জানান, আলম হোসেনের ডান পা এবং সিরাজুলের বাম পা হাঁটুর হাড় গুড়ো হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে।

 

Leave a comment