খেলোয়াড় কিনতে পারবে বার্সা

মাথাভাঙ্গা মনিটর: হতাশার মধ্যেও স্বস্তির একটা খবর পেল বার্সেলোনা।আসছে দলবদলের বাজারে খেলোয়াড় কিনতে পারবে তারা। খেলোয়াড় কেনায় বার্সেলোনারওপর দেয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে ফিফা। গতকালবুধবার ফিফাজানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সেলোনার আপিলের প্রেক্ষিতে সাময়িকভাবেনিষেধাজ্ঞা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।১৮ বছরের কম বয়সী খেলোয়াড়চুক্তিবদ্ধ করা নিয়ে আইন ভঙ্গ করায় এ মাসের শুরুর দিকে খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞাদিয়েছিলো ফিফা। এর বিরুদ্ধে সাথে সাথে আপিল করে বার্সেলোনা। এ আপিলে কাজ না হলেতারা আন্তর্জাতিক ক্রীড়া আদালেত যাবে বলেও জানিয়ে রেখেছিলো।
এক বিবৃতিতে ফিফাজানিয়েছে, বিষয়টি এবং আপিল প্রক্রিয়া বেশ জটিল। ১ জুলাই ইউরোপের ফুটবলের দলবদল শুরুহওয়ার আগে এর সমাধান হবে না। তাই সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। ফলেচূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত খেলোয়াড় কেনায় বার্সেলোনার কোনো বাধা রইলোনা।২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে বার্সেলোনার সাথে ১৮ বছরের নিচে বেশকিছুখেলোয়াড়ের চুক্তি নিয়ে তদন্ত করে ফিফা। তদন্ত শেষে তারা জানিয়েছিল, ১০ জন খেলোয়াড়েরক্ষেত্রে বার্সেলোনা এ সম্পর্কিত আইন ভেঙে চুক্তি করেছে।

Leave a comment