স্টাফ রিপোর্টার:জিয়াঅরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনবেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে করাআবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। গতকালবুধবার দুপুরে বিচারপতি বোরহান উদ্দিন ওবিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।নিম্নআদালতের করা চার্জ গঠনের আদেশ বাতিল চেয়ে গত ১৩ এপ্রিল হাইকোর্টে আবেদনকরেন খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ১৬, ১৭ ও ২০এপ্রিল একই বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গতকাল বুধবারআদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।গত ১৯ মার্চ ঢাকা বিশেষ জজআদালতের বিচারক বাসুদেব রায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবলট্রাস্ট মামলা দুটিতে খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। খালেদাজিয়া অভিযোগ করছেন, যথাযথ প্রক্রিয়া না মেনেই তার বিরুদ্ধে চার্জ গঠন করাহয়েছে।২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবেঅর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায়দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুদকের সহকারী পরিচালক হারুনুর রশিদ। এমামলায় খালেদা জিয়াসহ চারজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতেঅভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ খান।