গাংনী প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের গাংনী উপজেলার চোখতোলা নামক স্থানে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার ভোররাতে একটি আলগামন ছিনিয়ে নেয়ার পাশাপাশি ট্রাকচালক-হেলপারকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। শিশিরপাড়া গ্রামের ভ্যানচালক মোকাদ্দেস আলী জানান, তিনি ভোরে ভ্যান চালিয়ে দৌলতপুরের উদ্দেশে যাচ্ছিলেন। চেংগাড়া বাজার পার হলেই ৫/৬ জন মুখোশধারী তার পথরোধ করে। ধারালো অস্ত্র দিয়ে শাসিয়ে সামনের দিকে যেতে নিষেধ করে। এসময় কুষ্টিয়াগামী রসুন বোঝাই একটি শ্যালোইঞ্জিন চালিত যান আলগামন ছিনিয়ে নেয়। ডাকাতির শুরুতেরই কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী কয়েকটি ট্রাকচালক ও হেলপারকে মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয় অস্ত্রধারী ডাকাতদলের সদস্যরা।
আহত ট্রাকচালক মেহেরপুরের সুমন হোসেন জানান, তাকে ও তার ট্রাকের হেলপারকে মারধর করে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।