টিপ্পনী

 

খবর:(আলমডাঙ্গার ৩২ পয়েন্টে চলছে রমরমা মাদক ব্যবসা)

 

মাদক বেচে গাড়ি বাড়ি করছো

পয়সা কড়ি তুলে পকেট ভরছো

ব্যবসা ফেঁদে পুলিশ-দালাল ধরছো

পড়লে ধরা সাপের মতোন জ্বরছো।

 

তোমরা কারা মাসোহারা তুলছো

বছর বছর ভীষণ ফোলা ফুলছো

দায়িত্ব জ্ঞান পুরোপুরি ভুলছো

শুনছি আবার মকদ্দমায় ঝুলছো।

 

খুব গোপনে থানায় কেন হাঁটছো

মামলা দিয়ে পরের পকেট কাটছো

পোশাক পরে আড্ডা থেকে বাটছো

মাদক নিয়ে ফন্দি ফিকির আঁটছো

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment