অবশেষে বিয়ে করলেন রানী-আদিত্য

মাথাভাঙ্গা মনিটর: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইতালিতে গত ২১ এপ্রিল রাতে বিয়েরআনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলিউডের বহুল আলোচিত প্রেমিকযুগল রানীমুখার্জি ও আদিত্য চোপড়া।বছরের পর বছর ধরে প্রেম করার পর অবশেষেগাঁটছড়া বাঁধলেন এ আলোচিত তারকা-নির্মাতা জুটি। এক বিবৃতির মাধ্যমেবিষয়টির সত্যতা নিশ্চিত করেছে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ। রানী নিজেও এক সংবাদবিবৃতির মাধ্যমে তার ভক্তদের নিজের বিয়ের খবর জানিয়েছেন।

যশরাজফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা দিচ্ছিযে,মিস্টার আদিত্য চোপড়া এবং মিস রানী মুখার্জি ২১ এপ্রিল রাতে ইতালিতেবিয়ে করেছেন। তাদের পরিবারের সদস্য ও কাছের বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেঅনাড়ম্বর ও ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিকে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ভক্ত ওশুভাকাঙ্ক্ষীদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন ‘বিয়ের ফুল’খ্যাত বাঙালিবংশোদ্ভূত বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। রানী তার বিবৃতিতেলিখেছেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভক্তদের সাথে আমারজীবনের সবচেয়ে খুশির দিনটির আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। বরাবরই আমার জীবনেরযাত্রায় সবসময় তাদের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি। আমি খুব ভালো করেইজানি,আমার শুভাকাঙ্ক্ষীরা বিশেষ এ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষাকরছিলেন। আমি এও জানি,আমার বিয়ের খবর পেয়ে তারা আমার জন্য অনেক বেশিআনন্দিত হবেন।

রানী আরও লিখেছেন, ইতালিতে চমত্কার এক অনুষ্ঠানের মাধ্যমে আমি আর আদি (আদিত্য) বিয়ে করেছি। আমাদের পরিবারের সদস্য ও কাছের কয়েকজন বন্ধু-বান্ধববিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একজন মানুষের অনুপস্থিতি আমি ভীষণভাবে মিসকরেছি। আর তিনি হলেন প্রয়াত যশ চোপড়া। কিন্তু আমি জানি,সশরীরে না থাকলেওতার অদৃশ্য সত্তা আমাদের সাথেই ছিলো। আমার দৃঢ় বিশ্বাস,তিনি চিরকাল আমাকেও আদিকে তার ভালোবাসা ও আশীর্বাদ দিয়ে যাবেন।নিজের জীবনকে রূপকথার গল্পের সাথেই তুলনা করেছেন রানী। এ প্রসঙ্গে তারভাষ্য,শিশুকালে রূপকথার গল্পগুলো সত্য বলেই মনে হতো আমার কাছে। ঈশ্বরেরকৃপায় রূপকথার গল্পের মতোই একটি জীবন আমি পেয়েছি। বিয়ের মধ্যদিয়ে জীবনেরসবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করলাম। আশা করছি,সামনের দিনগুলোতেওরূপকথার গল্পের মতোই আমার জীবনপ্রবাহ চলতে থাকবে।

আদিত্যর প্রথম স্ত্রী পায়েল খান্না। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।সেই থেকে রানী-আদিত্যর প্রেম নিয়ে নানা কানা-ঘুষা চলেছে বলিউডে। বছরের পরবছর ধরে প্রেম করলেও,কখনোই তা মুখে স্বীকার করেননি রানী-আদিত্য। বরাবরইনিজেদের প্রেমের সম্পর্ককে গোপন রেখেছেন তারা। বিশেষ করে আদিত্য তারব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে একদমই রাজি ছিলেন না। কারণবিষয়টি রীতিমতো অস্বস্তিকর তার কাছে। কিন্তু তারপরও বিভিন্ন সময়ে এ জুটিরহাঁড়ির খবর ফাঁস করেছে মিডিয়া।এখনপর্যন্ত বেশ কয়েকবার রানী-আদিত্যর বিয়ের খবর রটেছে। ২০১২ সালেই বিয়ে করেথিতু হওয়ার পরিকল্পনা করেছিল এ জুটি। কিন্তু আদিত্যর বাবা যশ চোপড়ারআকস্মিক মৃত্যুর কারণে বিয়ের সব পরিকল্পনাই বাতিল করা হয়। কারণ হিন্দু রীতিঅনুযায়ী পরিবারের কারও মৃত্যু হলে সাধারণত এক বছর কোনো ধরনের উত্সবেরআয়োজন করা যায় না। এ ছাড়া গত বছরের জুলাইয়ে আদিত্যর মা পামেলা চোপড়া ছেলেরবিয়ের ‘শুভলগ্ন’জানার জন্য পারিবারিকভাবে পুরোহিতের সাথে কথা বলেছিলেনবলে খবর রটেছিলো।

এদিকে রানীর অনামিকায় বিশাল একটি হীরার আংটি দেখাযাওয়ার পর চলতি বছরের শুরুর দিকে আদিত্যর সাথে তার বাগদানের খবর চাউর হয়।শুধু তাই নয়, ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে তারা বিয়েরআনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও খবর রটেছিলো।বিয়ের আনুষ্ঠানিকতাসম্পন্ন না হলেও গত জানুয়ারি মাস থেকে এক ছাদের নীচেই বসবাস করছেন রানী ওআদিত্য। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিলো,প্রিয়তমার কাছ থেকেএকমুহূর্তও দূরে থাকতে চান না আদিত্য। এ জন্য তিনি জুহুতে রানীর বাংলোয়উঠেছেন। সেখানে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা।রানী-আদিত্যর প্রেম ওবিয়ে নিয়ে এত সব থলের খবর বের হলেও কোনো এক অজানা কারণে কখনোআনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এ জুটি কিংবা তাদের পরিবারের পক্ষথেকে। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দিলেন ‘চোরি চোরিচুপকে চুপকে’তারকা রানী মুখার্জি ও সাড়াজাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লেযায়েঙ্গে’ছবির নির্মাতা আদিত্য চোপড়া। পারস্পরিক শ্রদ্ধাবোধ আর ভালোবাসায়ভর করে সুখী সংসার জীবন কাটাবেন এ নবদম্পতি -এমনটাই প্রত্যাশা সবার।

 

 

 

 

Leave a comment