মাথাভাঙ্গা মনিটর: বি গ্রুপ থেকে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করলো মালদ্বীপ ও আফগানিস্তান। গতকাল বুধবার প্রথম ম্যাচে আফগানিস্তান ৩-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দু জয়ের পর মালদ্বীপ-ভুটান প্রতিদ্বন্দ্বিতার ফল জানার অপেক্ষা করছিলো। পরের ম্যাচে মালদ্বীপ ৮-২ গোলে জয় তুলে নেয়। এতে করে দুদলই সমান ছয় পয়েন্টে শেষ চারের টিকিট পেয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথমার্ধে ২-২ গোলে শেষ হয়। ১৫ মিনিটে আলি ফাসির প্রথমে মালদ্বীপকে এগিয়ে নেন। তবে ১০ মিনিটের ব্যবধানে পাসাং ও চেনচো জিয়েলটশেনের গোলে এগিয়ে যায় ভুটান। ৪৫ মিনিটে গোলরক্ষক লেকি ফাউল করে বসেন আলী আসফাককে। তিনি লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ভুটান। এরপরই প্রথমার্ধের যোগ করা সময়ে মোহাম্মেদ উমাইরের ফ্রি কিকে সমতায় ফেরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ভুটানকে গোলবন্যায় ভাসায় সাবেক চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে ছয় গোল করা আলী আসফাক এদিন একাই চারটি গোল করেন। ৬৯ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ফাসির। দলের পক্ষে অষ্টম গোল করে স্কোরশিটে নাম লেখান আলী উমর।গ্রুপ সেরার লড়াইয়ে ৬ সেপ্টেম্বর শেষ ম্যাচে নামবে মালদ্বীপ ও আফগানিস্তান। আনুষ্ঠানিকতা রক্ষায় একই দিন লড়বে শ্রীলঙ্কা ও ভুটান।