গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত : ইউনিয়ন পর্যায় থেকে ২৫ এপ্রিল খেলা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। সভায় সর্বস্তরের মানুষের জন্য ইউনিয়ন পর্যায়, উপজেলা পর্যায় ও জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা পাঁচটি খেলা নির্বাচন করা হয়েছে। খেলাগুলো হচ্ছে-হাডুডু, কানামাছি, মোরগ লড়াই, দাঁড়িয়াবাঁধা ও বৌচি।

সভায় গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা চুয়াডাঙ্গার ৩৬ ইউনিয়ন পর্যায়ে ২৫ এপ্রিল থেকে ১০ মে, চার উপজেলায় ১১ মে থেকে ২৫ মে ও জেলা পর্যায়ে ২৬ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর জেলার বিজয়ীরা খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

চুয়াডাঙ্গার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি রফিকুল ইসলাম লাড্ডু, মহিলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি সেলিনা খাতুন, মতিয়ার রহমান, ওবাইদুল হক জোয়ার্দ্দার, রবজেল হক ও ফজলুল হক মালিকসহ আরো অনেকে।

এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, সর্বস্তরের জন্য উন্মুক্ত গ্রামীণ খেলাধুলা নতুনভাবে মানুষকে উজ্জীবিত করবে এবং ফিরে পাবে গৌরবময় ঐতিহ্য।

Leave a comment