মোবাইল কোম্পানির টাউয়ার নির্মাণে ব্যাপক দুর্নীতি : ভেঙে পড়লো নির্মাণাধীণ টাউয়ার

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররায় রবি মোবাইল কোম্পানির টাউয়ার নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিম্নমাণের ইট, বালি ও সিমেন্টে ব্যবহার করায় আড়াই মিটার গাথুনির পর ভেঙে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সমালোচনার ঝড় বয়ে চলেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খাসকররা বাজারে গত ১ এপ্রিল থেকে বালিকা বিদ্যালয়ের পেছনে বাংলালিংক টাউয়ারের সাথেই আরও একটি মোবাইল টাউয়ার নির্মাণকাজ শুরু করে রবি মোবাইল কোম্পানি। পাশেই বড় একটি গর্ত রয়েছে। গর্ত ভরাট না করেই সেখানেই টাউয়ার নির্মাণের কাজ শুরু করে আড়াই মিটার গাথুনি ওঠার পর গত পরশু সোমবার বিকেলে বিকট শব্দে তা ভেঙে পড়ে। অল্পের জন্য নির্মাণ শ্রমিকরা প্রাণে রক্ষা পান।

এলাকাবাসী অভিযোগ করে বলেছে, ৪/৫ বছর আগে বাংলালিংক মোবাইল কোম্পানি খাসকররা বাজারে একটি টাউয়ার নির্মাণের উদ্যোগ নেয়। জায়গা না পেয়ে খাসকররা বাজারে বালিকা বিদ্যালের পেছনে টাউয়ারটি করা হয়। আবারও একই স্থানে রবি মোবাইল কোম্পানি টাউয়ার নির্মাণকাজ শুরু করে। নিম্নমাণের ইট, বালি ও সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। স্থানীয়রা আরও জানান, কাজের সাইড ইঞ্জিনিয়ার এমরান হোসেন মিঠুন সিমেন্ট ও রড বিক্রি করে দিয়েছে। যার ফলে প্রয়োজনের তুলনায় রড ও সিমেন্ট কম ব্যবহার করা হয়েছে এ জন্য নির্মাণের সময় ভেঙে পড়েছে। অনেকেই বলেছে, টাউয়ারটি নির্মাণের পর ভেঙে পড়লে অনেক প্রাণহানির ঘটনা ঘটতে পারতো। সেই বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেলো। এ বিষয়ে সাইড ইঞ্জিনিয়ার এমরান হোসেন মিঠুন সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি।

Leave a comment