বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক হলেন চুয়াডাঙ্গার শফিকুল ইসলাম বদা

 

বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীকে সভাপতি এবং ক্রীড়া সংগঠক মো. মোস্তাকুর রহমানকে মহাসচিব করে ‘বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ’ নামে ২৯১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে অনবদ্য ভূমিকা রাখার জন্য দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিদের নিয়েই এ সংগঠনের আত্মপ্রকাশ।

কমিটির সহসভাপতি পদে আছেন ৩১ জন, ২০ জন আছেন যুগ্ম মহাসচিব পদে। সাংগঠনিক সম্পাদক (জেলা ও বিভাগ) মো. শফিকুল ইসলাম বদা। এছাড়া কমিটির  কার্যনিবার্হী সদস্য হিসেবে আছেন ১৯৮ জন। -প্রেসবিজ্ঞপ্তি