প্রীতি ফুটবল খেলায় দামুড়হুদার ভগিরথপুর ২ গোলে জয়

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা নতিপোতা ইউনিয়নে ভগিরথপুর চকবাক্র ক্লাবের আয়োজনে ভগিরথপুর ও জুড়ানপুর গ্রামের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। গতকাল বধুবার বিকেল সাড়ে ৪টায় নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা জুড়ানপুরকে হারিয়ে ভগিরথপুর ০-২ গোলে জয়লাভ করে। এ খেলায় রেফারির ছিলেন শিক্ষক হারুন অর রশিদ, হাফিজুর রহমান ও মিনারুল ইসলম।